বৃদ্ধি ও বিকাশে প্রভাব বিস্তারকারী উপাদান

STUDY TUDE UPDATE


NIOS D.EL.ED OFFICIAL STUDY MATERIALS (course 506-Unit 1) থেকে।

PDF link-https://goo.gl/vnSbAp

বৃদ্ধি ও বিকাশে প্রভাব বিস্তারকারী উপাদান গুলোকে আমরা দুভাগে ভাগ করে আলোচনা করতে পারি,যথা 

1)অভ্যন্তরীন উপাদান ।
2)বাহ্যিক উপাদান সমূহ।

অভ্যন্তরীণ উপাদান সমূহের মধ্যে রয়েছে---
১)বংশগতির উপাদান সমূহ
২)জৈবিক ও নিয়মাত্রান্তিক উপাদান সমূহ
৩)বোধশক্তি
৪)প্রাক্ষোভিক উপাদান সমূহ (ক্রোধ,ভয়,ইত্যাদি)
৫)সামাজিক উপাদান সমূহ ।

ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।

বাহ্যিক উপাদান সমূহের মধ্যে রয়েছে-

১)মাতার গর্ভের পরিবেশ যেমন
 - গর্ভাবস্থায় মায়ের শারীরিক স্বাস্থ্য, গর্ভাবস্থায় এক বা একাধিক ভ্রূণের পুষ্টির পরিবিধান,মাতৃগর্ভে ভ্রূণের কোনো ক্ষতি বা দুর্ঘটনা, স্বাভাবিক বা অস্বাভাবিক প্রসব ইত্যাদি বিষয়গুলি শিশুর বৃদ্ধি ও বিকাশকে ব্যাপকভাবে প্রভাবিত করে।

২) শিশুর জন্মের পর প্রাপ্ত পরিবেশ ,যেমন-

জীবনে দুর্ঘটনা এবং ঘটনা সমূহ,
শারীরিক পরিবেশের গুণমান,চিকিৎসা ব্যবস্থা এবং পুষ্টিকর খাদ্য ইত্যাদি।
শিশুর জন্মের পর প্রাপ্ত আর্থিক ও সামাজিক পরিবেশ ইত্যাদি।


এছাড়াও
১)পিতামাতা ও পরিবারের শিশুর প্রতি যত্ন যা শিশু জন্মের পর পেয়ে থাকে।

২)পরিবারের আর্থিক ও সামাজিক পদমর্যাদা।

৩)শিশুর চারপাশের পরিবেশ এবং প্রতিবেশীগনের গুণমান

4)শিশুর জন্মের পর প্রাপ্ত চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থার গুণমান ইত্যাদি।


আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।
যদি প্রথমবার ব্লগটি ভিসিট করে থাকেন তবে অবশ্যই  follow করে রাখতে পারেন ।।

Comments