বিশ্বের বিখ্যাত সব উঁচু ভাস্কর্য



#ভারতের ‘একতা মূর্তি’ বা ‘স্ট্যাচু অফ ইউনিটি’:
এই ভাস্কর্যটি বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য, যেটি ভারতের স্বাধীনতা সংগ্রামী সরদার বল্লভভাই প্যাটেলের অবয়বে নির্মিত হয়েছে৷ ৫৯৭ ফুট উঁচু ভাস্কর্যটি বানানো হয়েছে গুজরাটে৷ তবে ভাস্কর্যটি নিয়ে দেশেই সমালোচনা শুরু হয়েছে, কেননা, এতে খরচ হয়েছে ৩৫ কোটি ৬০ লাখ ইউরো৷

#যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টি:
ফ্রান্স, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা লাভ করার পর এই স্ট্যাচুটি উপহার দিয়েছিলো। উচ্চতায় এটি ভারতের ভার্কর্যটির প্রায় অর্ধেক৷ তবে এর সুখ্যাতিকে কেউ ছাপিয়ে যেতে পারবে না৷ নিউ ইয়র্ক সিটির এই ভাস্কর্যটির উদ্বোধন হয় ১৮৮৬ সালে৷ এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত ল্যান্ডমার্ক৷



#ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার:
এই ভাস্কর্যের কাছে গেলে পর্যটকরা রিও ডি জানেইরোর অপূর্ব দৃশ্য দেখতে পান৷ সুগারলোফ পর্বতের উপর অবস্থিত ৩০ মিটার উঁচু ভাস্কর্যটি৷ এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটক আকর্ষণ কেন্দ্র৷ ২০০৭ সালে এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকাভুক্ত হয়েছিল৷


.#মিয়ানমারের গোল্ডেন জায়ান্ট:
মিয়ানমারের ১১৬ মিটার উচ্চতার ‘লেকুন সেকায়া’ ভাস্কর্যটি আসলেই অন্যরকম৷ ২০০৮ সালে এর নির্মাণকাজ শেষ হয়৷ বিশ্বের উচ্চতম বুদ্ধ মূর্তিগুলোর মধ্যে অন্যতম এটি৷



#চীনের সমুদ্রের দেবী বা গডেস ইন দ্য সি:
গুয়ানিন অফ নানসান মূর্তিটি আকারে বিশাল৷ ২০০৫ সালে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়৷ চীনের পৌরাণিক কাহিনিতে গুয়ানিন করুনার দেবী হিসেবে পরিচিত৷ পূর্ব এশিয়ার এই গুরুত্বপূর্ণ ভাস্কর্যটি ৭৮ মিটার উঁচু৷ বিশ্বে গুয়ানিন দেবীর সবচেয়ে উঁচু মূর্তি এটি৷


চীনের #স্প্রিং_টেম্পল_বুদ্ধ:
ভারতে প্যাটেলের ভাস্কর্য উন্মোচনের আগে চীনের স্প্রিং টেম্পল বু্দ্ধ বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্যের স্বীকৃতি পেয়েছিল৷ চীনের হেনান প্রদেশে ১২৮ মিটার দীর্ঘ বুদ্ধ একটি পদ্মফুলের সিংহাসনে দাঁড়িয়ে আছে৷ ২০০৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়৷

Follow us on Google plus+ by clicking the button given below to get all the relevent posts for job preparation.
Thank you.

Comments