Re-conduction of NIOS D.El.Ed course 506& 507 exam in west Bengal
*STUDY TUDE*
*RECONDUCTION OF COURSE 506 507 BY NIOS D.EL.ED IN WEST BENGAL? পরীক্ষা কি হচ্ছে?*
*এই প্রশ্নটিতে খুব দুশ্চিন্তায় আছেন আপনারা বিভিন্ন রাজনৈতিক মাধ্যমের দ্বারা পরিকল্পিত ভাবে প্রতারিত আজ পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক/শিক্ষিকাগণ যারা আপনারা nios থেকে deled করছেন।এমনিতেই ভোগান্তির শেষ নেই ,তার ওপর নিত্য নতুন চিন্তা বেড়ে ই যাচ্ছে।ইদানীং শুনতে পাওয়া যাচ্ছে nios পরীক্ষা গুলো নেবে CBSE affiliated স্কুল গুলোতে,যা কিন্তু চিন্তা এবং দুর্ভোগ বাড়াতে চলেছে।যদিও অফিসিয়াল কোনো খবর নেই,তবে ব্যাপারটিকে গুজব বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।রিজিওনাল অফিস কলকাতা তাদের মুখে কুলুপ এটেছে।CBSE এর আন্ডারে পরীক্ষা হবে কিনা সেটা সময়েই বলবে,কিন্তু পরীক্ষা হচ্ছে সেটা একপ্রকার প্রায় নিশ্চিত,আর কেস এর প্রসঙ্গে পূর্ব অভিজ্ঞতা থেকে বলা যায় যে কোর্ট সর্বোপরি সর্বভারতীয় স্তরে পরীক্ষার কথা বলতে পারে,যদি সেন্টার চেঞ্জ করে হিয় তাহলে দুর্ভোগের সীমানা থাকবে না,কাজেই যদি এক্সাম দিতেই হয়,তবে সেটা যেন পুরোনো সেন্টার গুলোতেই হয় এই মর্মে একটা পিটিশন কেসে এ রাখা যেতে পারে বলে আমার ব্যক্তিগত অভিমত।কারণ nios নিজে বিজ্ঞপ্তিতে অলরেডি স্বীকার করে নিয়েছে যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে।যদিও সবাই জানে এই পরীক্ষা গুলোতে কি হয়,তবুও nios নিজেদের ভাবমূর্তি পরিষ্কার দেখানোর নাটক করছে,যার অন্যায় ভাবে শিকার হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকা| এমনিতেই nios পরীক্ষা নিতে গিয়ে হিমশিম খাচ্ছে,তাই দেখার হলো যে nios শিক্ষকদের চাপের মুখে নিজেদের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয় কিনা।(যার সম্ভাবনা খুব ক্ষীণ)*
*কাজেই আমি আপনাদের সমব্যথী হয়েও বলছি,মানসিক প্রস্তুতি নিতে থাকুন,তার পাশাপাশি পড়াশোনার ও!ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে।অনুগ্রহ করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে নেবেন nios এর অন্যায়ের বিরুদ্ধে।*
*RECONDUCTION OF COURSE 506 507 BY NIOS D.EL.ED IN WEST BENGAL? পরীক্ষা কি হচ্ছে?*
*এই প্রশ্নটিতে খুব দুশ্চিন্তায় আছেন আপনারা বিভিন্ন রাজনৈতিক মাধ্যমের দ্বারা পরিকল্পিত ভাবে প্রতারিত আজ পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক/শিক্ষিকাগণ যারা আপনারা nios থেকে deled করছেন।এমনিতেই ভোগান্তির শেষ নেই ,তার ওপর নিত্য নতুন চিন্তা বেড়ে ই যাচ্ছে।ইদানীং শুনতে পাওয়া যাচ্ছে nios পরীক্ষা গুলো নেবে CBSE affiliated স্কুল গুলোতে,যা কিন্তু চিন্তা এবং দুর্ভোগ বাড়াতে চলেছে।যদিও অফিসিয়াল কোনো খবর নেই,তবে ব্যাপারটিকে গুজব বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।রিজিওনাল অফিস কলকাতা তাদের মুখে কুলুপ এটেছে।CBSE এর আন্ডারে পরীক্ষা হবে কিনা সেটা সময়েই বলবে,কিন্তু পরীক্ষা হচ্ছে সেটা একপ্রকার প্রায় নিশ্চিত,আর কেস এর প্রসঙ্গে পূর্ব অভিজ্ঞতা থেকে বলা যায় যে কোর্ট সর্বোপরি সর্বভারতীয় স্তরে পরীক্ষার কথা বলতে পারে,যদি সেন্টার চেঞ্জ করে হিয় তাহলে দুর্ভোগের সীমানা থাকবে না,কাজেই যদি এক্সাম দিতেই হয়,তবে সেটা যেন পুরোনো সেন্টার গুলোতেই হয় এই মর্মে একটা পিটিশন কেসে এ রাখা যেতে পারে বলে আমার ব্যক্তিগত অভিমত।কারণ nios নিজে বিজ্ঞপ্তিতে অলরেডি স্বীকার করে নিয়েছে যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে।যদিও সবাই জানে এই পরীক্ষা গুলোতে কি হয়,তবুও nios নিজেদের ভাবমূর্তি পরিষ্কার দেখানোর নাটক করছে,যার অন্যায় ভাবে শিকার হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকা| এমনিতেই nios পরীক্ষা নিতে গিয়ে হিমশিম খাচ্ছে,তাই দেখার হলো যে nios শিক্ষকদের চাপের মুখে নিজেদের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয় কিনা।(যার সম্ভাবনা খুব ক্ষীণ)*
*কাজেই আমি আপনাদের সমব্যথী হয়েও বলছি,মানসিক প্রস্তুতি নিতে থাকুন,তার পাশাপাশি পড়াশোনার ও!ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে।অনুগ্রহ করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে নেবেন nios এর অন্যায়ের বিরুদ্ধে।*
Comments
Post a Comment