বিখ্যাত আন্তর্জাতিক সীমারেখা

বিখ্যাত সীমারেখা -

০১ ) হট লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত ? ➫ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া

০২ ) হট লাইন কত ডিগ্রী অক্ষরেখা বরাবর অবস্থিত ? ➫ ৩৮ ডিগ্রী অক্ষরেখা ।

০৩ ) ভারত - পাকিস্তান এর মধ্যবর্তী লাইন কোনটি ? ➫   র‌্যাডক্লিপ লাইন । 

০৪ ) লাইন অব কন্টোল কোন দুই দেশের মধ্যে অবস্থিত ? ➫ ভারত - পাকিস্তান ।

০৫ ) পাকিস্তান - আফগানিস্তান এর মধ্যবর্তী লাইন কোনটি ? ➫ ডুরাল্ড লাইন ।

০৬ ) সনেরো লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত ? ➫ যুক্তরাষ্ট্র ও মেক্সিকো ।

০৭ ) ইসরাইল আরবের মধ্যে কোন লাইনটি অবস্থিত ? ➫ গ্রীন লাইন ।

০৮ ) ম্যাজিনো লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত ? ➫ জার্মানি - ফ্রান্স ।

০৯ ) ব্লু লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত ? ➫ ইসরাইল - লেবানন ।

১০ ) হট লাইন কি ? ➫ আকষ্মিক যুদ্ধ এড়ানোর জন্য ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে টেলিফোন সংযোগ ।

Comments