আপনার এই ছোট্ট কাজটি আমাদের পরিবেশকে এবং ভবিষৎ প্রজন্মকে রক্ষা করবে।

এখন আম,জাম, লিচু, কাঁঠাল, বিভিন্ন ফলের মৌসুম।
তাই আপনাদের কাছে অনুরোধ আম, লিচু, কাঁঠাল, জাম খাবার এর পর তার বীজ/আঁটি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন না। সেগুলো ভালো করে জলে ধুয়ে, শুকিয়ে একটা কাগজে মুড়ে রেখে দিন।


যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান, তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের ফাঁকা জমিতে একে একে ছড়িয়ে দিন।বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নেবে। যদি এদের মধ্যে একটা গাছও বেঁচে থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবথেকে বড় উপহার। 

আর গাছ লাগানোর যে কি কি উপকারিতা টা আমরা সবাই জানি, সেজন্যই বলা হয় 'একটি গাছ ,একটি প্রাণ ' ।

👉গাছ ই একমাত্র উৎস যেখান থেকে আমরা অক্সিজেন পাই, আর এই অক্সিজেন ছাড়া আমাদের জীবন ২ মিনিটেই শেষ।
👉পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ ই সব।




মানুষ, পশু-পাখি যারাই খাবে বা উপকৃত হবে তা আপনার জন্য ভগবানের আশীর্বাদ হিসেবে পেতে থাকবেন।

🌴🌴ফলের_গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজই রাখেনা, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে। যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয়। পৃথিবীর অনেক দেশই এই ভাবে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর কাজে এগিয়ে এসেছে।

তাই আসুন আমরাও সাধ্য মতো চেষ্টা করি এই প্রকৃতিকে ভালো রাখার, আসুন গাছ লাগাই, পুকুরগুলোকে পরিস্কার রাখি, বনদপ্তর - গভর্নমেন্টের উপর সব দায় না চাপিয়ে নিজেরা সচেতন হই, প্রকৃতিকে ভালোবাসি।
আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের অবস্থা যেন, এমন না হয়।

১) আমরা দল বেধে বন্ধুরাও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে প্রথমে এই বীজগুলো সংগ্রহ করতে পারি।
২) তারপর দল বেধে বিভিন্ন ফাঁকা জায়গা সিলেক্ট করে বীজ বপন এর কাজ করতে পারি।
৩) বিভিন্ন নদীর তীরবর্তী স্থান,রাস্তার দুপাশে,বিভিন্ন স্কুলের বর্ডার,ফাঁকা মাঠ, ঝোপ ঝাড় হতে পারে কিছু আদর্শ স্থান।

সর্বোপরি একটা শেয়ার করে এই বার্তাটি ছড়িয়ে দিন।


-collected

Comments