কয়েকটি গুরুত্বপূর্ণ জি কে প্রশ্নোত্তর

জিকে পোষ্ট ২৯টি প্রশ্নত্তর
১.মহাড় আন্দোলন শুরু করেছিলেন - বি. আর. আম্বেদকর।
২. বিজয় নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন - কৃষ্ণদেব রায়।
​৩. মারাঠী সংবাদপত্র 'কেশরী' শুরু করেছিলেন - বাল গঙ্গাধর তিলক। 
৪. সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় ছিলেন - লর্ড লিনলিথগো। 
৫. আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ হল- মাউন্ট কিলিমাঞ্জারো। 
৬. উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ হল- মাউন্ট ম্যককিনেল। 
৭. পৃথিবীর বৃহত্তম অন্তরদেশীয় সমুদ্র হল- কাস্পিয়ান সাগর। 
৮. অস্ট্রেলিয়ার প্রধান নদী প্রণালী বা অববাহিকা হল- মারে ডার্লিং। 
৯. বায়ু মন্ডলের শব্দ তরঙ্গ হল- অনুদৈর্ঘ্য তরঙ্গ। 
১০. মানব দেহের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে - হাইপোথ্যালামাস। 
১১. মানব দেহের ক্রোনিয়াল নার্ভের সংখ্যা - 12 জোড়া। 
১৩. ড্রাই ক্লিলিং করতে ব্যবহৃত হয় - লুব্রিকেটিং ওয়েল। 
১৪. ধাতব পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি পেলে তার রোধ - কমে যায়। 
১৫. অক্সান তন্তুর চারপাশ আবৃত থাকে - মায়োলিন সিদ দ্বারা ।
১৬. জলের তড়িৎ বিশ্লেষণের জন্য ব্যবহৃত যন্ত্র হল- ভোল্টামিটার। 
১৭. ইলেকট্রিক বাল্বে ব্যবহৃত ফিলামেন্টের - রোধ বেশি ও গলনাঙ্ক বেশি। 
১৮. চোখের লেন্সের পিছনের অংশটি যে তরল দ্বারা পূর্ন থাকে - ভিট্রিযাস হিউমার দ্বারা। 
১৯. যে যন্ত্রের দ্বারা পরিবর্ত প্রবাহ সমপ্রাহে পরিনত হয় - ট্রানজিস্টর দ্বারা। 
২০. ভারতীয় সংবিধানের যে অনুচ্ছেদে নারী - পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের কথা বলা হয়েছে - নির্দেশমূলক নীতিতে। 
২১. রাজ্যের সাংবিধানিক প্রধান হলেন - রাজ্যপাল। 
২২. ভগত সিং ও রাজগুরুর ফাসি হয়েছিল - ২৩ শে মার্চ ১৯৩১।
২৩.যে ভেনিসীয় পর্যটক বিজয় নগর সাম্রাজ্যে এসেছিলেন - নিকোলা- দা-কান্টি।
২৪. পশ্চিমঘাট পর্বতের উত্তররাংশ যে নামে পরিচিত তাহল- সহ্যাদ্রি। 
২৫. বিখ্যাত উপন্যাস ' One hundred years of solitude' যার লেখা তিনি হলেন - গ্যাবিয়েল গার্সিয়া মার্কেজ।
২৬. জলের আপেক্ষিক তাপ হল-তিন চতুর্থাংশ। 
২৭. যে অব্যাহত কারনের ফলে একটি কক্ষে শব্দের প্রতিধ্বনি হয় - প্রতিফলনের ফলে। 
২৮. 'পো' নদী যে দেশের উপর দিয়ে প্রবাহিত হয় - ইটালী। 
২৯. 'সূর্য কিরন ষষ্ঠ' হল - একটি সৌর শক্তি কেন্দ্র।

Comments