Root with Infinite number Maths short and Easiest trick

শর্টকাটে অঙ্ক করার গোপন ট্রিকস।
Case 1: 

১)যখন রুট '√' থাকবে এবং একই সংখ্যা থাকবে অসীম ( পর্যন্ত ।
২) এবং সংখ্যা গুলো  '+' যোগ অথবা '-' বিয়োগ হিসেবে থাকবে।
৩)সংখ্যা গুলো জোড় সংখ্যা হবে ।

এক্ষেত্রে সংখ্যাটিকে গুনিতক হিসেবে ভেঙে নিতে হবে। যেমন-
12=3×4
6=3×2
20=4×5
যদি যোগ থাকে তবে উত্তর হবে বড় সংখ্যাটি।
যদি বিয়োগ থাকে তবে ছোট সংখ্যা টি উত্তর হবে।

প্রথমটির উত্তর হবে-4
পরেরটি হবে- 3
শেষেরটি উত্তর হবে- 4

 Case-2:
যখন গুণ হিসেবে অসীম সংখ্যায় একই সংখ্যা বারবার থাকবে এবং নীচে দেওয়া রুট এর মতো


তখন রুট '√' এর ভেতরে যে সংখ্যাটি রিপিট হচ্ছিলো সেটাই উত্তর হবে।

অর্থাৎ এখানে 
প্রথমটির উত্তর:8
দ্বিতীয় ক্ষেত্রে:3
তৃতীয় ক্ষেত্রে:7

পরের ট্রিকস দেখতে এখুনি আমাদের ©StudyTude Blog টি ফলো করুন।




Comments